জানুয়ারি ১৬, ২০২৩
বিএনপির ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
![]() নিজস্ব প্রতিনিধি: বিএনপির ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। সদর উপজেলা বিএনপির আহŸায়ক অ্যাড. নুুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহŸায়ক শের আলী সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর যুগ্ম আহŸায়ক নাছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছেনা। তারা জানে যে বিএনপিসহ সাধারণ জনগণ আন্দোলন সংগ্রাম করলে এই অবৈধ সরকার আদৌ ক্ষমতায় থাকতে পারবেনা। তাই তারা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেয়ার পায়তারা চালাচ্ছে। 5,685,398 total views, 317 views today |
|
|
|