জানুয়ারি ২, ২০২৩
বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
![]() শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম মিঠু (২৭)নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (পাবনা-জ ১১-০০৯৯) নাম্বারের বাসটি হাড়িখালি নামক স্থানে এস বি ইট ভাটার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-ল (১১-৬৭৮১) নাম্বারের মোটরসাইকেল চালক মিঠু একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খাই। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বাগ আঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে আসছিলেন বলে জানাযায়। এ বিষয় নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা জানতে পেরে এসআই আমিরুল ইসলামকেসহ একটি টিম পাঠাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে। 5,685,419 total views, 338 views today |
|
|
|