জানুয়ারি ১৪, ২০২৩
বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহীর মৃত্যু
![]() নিজস্ব প্রতিনিধি: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল তিনটার দিবে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কামাননগরের সাবেক পৌরমেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। প্রত্যক্ষদর্শী সাতক্ষীরা শহরের কামাননগরের সেলিম খান জানান, শনিবার বিকেল তিনটার দিকে আব্দুল¬াহ শেখ তার ইয়ামা এফজেড মোটর সাইকেল চড়ে মেডিকেল কলেজের দিক থেকে নিজ বাড়ি তালা উপজেলার মোবারকপুর যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাককে অপর একটি ট্রাক (খুলনা মেট্রো-শ-১১-০৪৭৯) ওভারটেক করতে যেয়ে আব্দুল¬াহ শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনতা একটি ট্রাককে আটক করে পুলিসে সোপর্দ করে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অনিল মুখার্জী জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রবিবার ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। 5,741,205 total views, 554 views today |
|
|
|