পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এনএটিপি ফেইস-২ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের খামারীদের মাঝে সুষম খাদ্য, ভিটামিন, মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ চত্বরে সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ছন্দা রানী সরকার ও কপিলমুনি ইউপির কাজীমুসা গ্রামের শামীম বিশ্বাসের প্রত্যককে ২৪০ কেজি, ছাগল খামারী লতা ইউনিয়নের কাঠামারি গ্রামের কাজল লতা বিশ্বাসকে ৮০ কেজি সুষম খাদ্য, ভিটামিন, মিনারেল, কৃমিনাশক ঔষধ ও ভাতার টাকা বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উপ-সহকারী প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও এসএম কামরুল আবেদীন, সহকারী মোঃ কামাল হোসেন, এফএ শুভংকর গোলদার প্রমুখ।