জানুয়ারি ৮, ২০২৩
পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি
![]() পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ৬৮নং পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল জানান, রবিবার সকালে স্কুলে এসে দেখি অফিস রুমের তালাসহ সকল ক্লাসরুম ভাঙা। চোরেরা তালা ভেঙে ১০টি সিলিং ফ্যান, একটি পানির মটর, স্কুলের পিতলের ঘন্টা ও সততা স্টোর এর ১৫ শত টাকা চুরি করে নিয়ে যায়। এসময় দুবৃত্তরা পার্শবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রের দরজারও তালা ভাঙচুরের চেষ্টা করে। উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াফ ইতি বিশ্বাস ও মো: শরিফুল ইসলাম জানান, আমাদের অফিসের ভিতরের তালা ভাঙতে না পারায় চোরেরা কিছুই নিতে পারেনি। এব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ বিদ্যালয় পরিদর্শন করে একটি খেলনা পিস্তল ও দৃর্বত্তদের ফেলে যাওয়া একটি গামছা উদ্ধার করেছে। 5,716,795 total views, 1,813 views today |
|
|
|