জানুয়ারি ১০, ২০২৩
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
![]() পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহমেদ শাহ (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে সকালে মহেন্দ্রা যোগে কলেজে আসার পথে ভৈরব নগর মোড় নামক স্থানে আসলে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস (ঢাকা মেট্র ব-১১-৪৮৪৮) পেছন দিক থেকে মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মহেন্দ্র উল্টে খাদে পড়ে গুরুতর আহত হন ওই শিক্ষক। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১.২০ মিনিটের দিকে মৃত্যু হয় ওই কলেজ শিক্ষকের। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি থানা হেফজতে রয়েছে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। 5,686,919 total views, 1,838 views today |
|
|
|