Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগীতায় ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই মহান বাণীকে ব্রত করে অসহায়, দুস্থ ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সরল ৪নং ওয়ার্ডস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে পৌরসভার সকল ধর্ম-বর্ণের আড়াইশো অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সভাপতিত্ব করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সভাপতি মনোহর চন্দ্র সানা।

স্বাগত বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সাধারণ সম্পাদক জগন্নাথ সানা। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের উপস্থাপনায় বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সহ-সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, সহকারী অধ্যাপক উৎপল কুমার বাইন ও কার্ত্তিক চন্দ্র ঘোষসহ অনেকে। বিকেলে তিনি গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version