জানুয়ারি ৮, ২০২৩
পাইকগাছায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মাদক ও মোবাইল আসক্তি রোধে যুব সমাজকে উদ্বুদ্ধকরণ ও নতুন বছরের আগমন উপলক্ষে পাইকগাছায় ত্রি-দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় থানা বঙ্গবন্ধু চত্ত¡রে অনুষ্ঠিত প্রীতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, এস আই মোশাররফ হোসেন, সুকান্ত কর্মকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, এড. মঞ্জুরুল ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ। ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এস আই সুকান্তের নেতৃত্বে স্কোরপিয়ন ভলিবল একাদশ, প্রশান্ত এর নেতৃত্বে বন্ধু মহল ভলিবল একাদশ ও রাজু’র নেতৃত্বে ফ্রেন্ডস এইট ভলিবল একাদশ। লীগ পর্যায়ের উদ্বোধনী খেলায় স্কোরপিয়ন ভলিবল একাদশ ২-০ সেটে ফ্রেন্ডস এইট ভলিবল একাদশকে পরাজিত করে। অনুষ্ঠান পরিচালনা ও ধারাভাষ্য দেন, এস আই মোস্তাফিজুর রহমান, নূরুজ্জামান টিটু। খেলা পরিচালনা করেন, আবুল বাশার ও আঃ সালাম। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ক্রীড়ামোদীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্বর ভলিবল কমিটি ত্রি-দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্টটি আয়োজন করেছে। 5,727,327 total views, 4,787 views today |
|
|
|