জানুয়ারি ৩১, ২০২৩
পাইকগাছায় ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর একটি ধান ক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লার উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় রান্নার বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিলো। এরপর তাদের’ই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস কাছে জানতে চাইলে তিনি বলেন এমন ঘৃনিত ও জঘন্য কর্মকাÐের সাথে যাহারা জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনপূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়েছে। 5,927,000 total views, 409 views today |
|
|
|