জানুয়ারি ২৮, ২০২৩
দরগাহপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন খলিফাতুল্লাহ সভাপতি ও ফয়সাল সাধারণ সম্পাদক
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দরগাহপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দরগাহপুর এসকে আরএইচ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডা. রফিক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,কে হাসান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান,সদস্য শেখ ইয়াসির আরাফাত, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডা. কামরুজ্জামান, ডা. আবুল কালাম, গ্রাম ডা. জাহাঙ্গীর টুকু প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে গ্রাম ডা. শেখ খলিফাতুল্লাহকে সভাপতি, ফয়সাল আহম্মেদকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট দরগাহপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। 5,916,217 total views, 779 views today |
|
|
|