জানুয়ারি ২৯, ২০২৩
তালার খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
তালা প্রতিনিধি : তালার ১৩৩ নং পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও অফিসের গ্রীল কেটে ১০ টি ফ্যান সহ লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। ২৮ জানুয়ারি (শনিবার) রাতে চুরির ঘটনা ঘটে। এব্যপারে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরআগে এ মাসের শুরুতে একই উপজেলার ডি.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অনুরুপ ফ্যান চুরির ঘটনা ঘটে। পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল পাঠক জানান, বৃহস্পতিবার স্কুল শেষে সবগুলো শ্রেণিকক্ষ তালাবদ্ধ রেখে যে যার বাড়িতে। রোববার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র সোম এসে ভবনের মেইন গেট খুলতে যেয়ে গেটের গ্রীল কাটা অবস্থায় দেখেন। এরপর স্থানীয় মুদি দোকানদার এস.এম শাহিন (নওয়াব আলী) সহ আশপাশের লোকজন এসে দেখতে পায় বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে দুইটি, দো’তলার তৃতীয় ও চতুর্থ শ্রেণি থেকে আটটি ফ্যান চুরি হয়ে গেছে। এরপর অফিসকক্ষ ও শ্রেণিকক্ষের গ্রীল কেটে আসবাবপত্র তছনছ করে। প্রতিষ্ঠানের সভাপতি শুভেন্দু দত্ত তুষার বলেন, বিদ্যালয়ে এসে দেখি সব এলোমেলো অবস্থায় ছড়ানো। অফিস এবং দো’তলা থেকে ফ্যানগুলো চুরি হয়েছে। ভবনের কাজ চলমান থাকায় ঠিকাদারদের রুমের তালাও চোরেরা ভেঙে ফেলেছে। তাদের রুম থেকে কিছু নিয়েছে কিনা নির্মাণ শ্রমিকরা না আসলে বোঝা যাচ্ছে না। এব্যপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় খেশরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাইরের গেটের তালা কেটেই মূলত চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 8,576,329 total views, 4,099 views today |
|
|
|