জানুয়ারি ৭, ২০২৩
জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে মেডিকেল ক্যাম্প
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগী দেখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডাঃ পরিতোষ কুমারের ঘোষ। এছাড়া আরো রোগী দেখেন ডাঃ দিবাকর মুখার্জি, ডাঃ আমিনুর রহমান, ডাঃ শেখ কামরুল হাসান, ডাঃ মিকাইল হোসেন। ক্যাম্পের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাওসার আলী। দিনব্যাপী এ ক্যাম্পে অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন এলাকার ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নতে খতনা দেওয়া হয়। 5,716,312 total views, 1,330 views today |
|
|
|