জানুয়ারি ৩, ২০২৩
চাকুরি দেওয়ার নামে প্রতারণা ও ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে প্রতারক গ্রেপ্তার
![]() নিজস্ব প্রতিনিধি: চাকুরি দেওয়ার নামে প্রতারণা ও অধিক মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো: হাবিবুর রহমান নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যকশান বাটালিয়ন (র্যাব)। সোমবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সাতক্ষীরা শহরের পলাশপোলের আজিজুর রহমানের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, প্রতারণার অভিযোগে ব্যাংদহা গ্রামের সুভাষ মÐল বাদি হয়ে হাবিবুর রহমানের নাম উল্লেখ করে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। র্যাব এর হাতে গ্রেপ্তারকৃত হাবিবুরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 5,726,401 total views, 3,861 views today |
|
|
|