জানুয়ারি ১৮, ২০২৩
গাবুরা দারুচ্ছুন্নাত মাদ্রাসার সাফল্য
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : দাখিল পরীক্ষায় শ্যামনগরের গাবুরা দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ছাত্রী মাহবুবা মুশতারী খুলনা বিভাগের ছাত্রীদের মধ্যে ৩য় স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ফাহিম শাহারিয়ার সাধারণ গ্রেডে খুলনা বিভাগের ছাত্রদের মধ্যে ২য় স্থান লাভ করেছেন। মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী জানান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় তারা এ কৃতিত্ব অর্জন করেছেন। গাবুরার লক্ষীখালী গ্রামের শরিফুল্যাহ ও রেবেকা সুলতানার কণ্যা মাহবুবা মুশতারী। তার পিতা ইসলামিক ফাউন্ডেশনে চাকুরী করেন। অপরদিকে ১০নং সোরা গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী কে, এম, আব্দুল বারী ও ফাহিমা খাতুনের পুত্র ফাহিম শাহারিয়ার। তারা উভয়ই দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান জানান, ‘উপক‚লীয় এলাকায় জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ মাদ্রাসা ভবনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সকলের নজর কেড়েছে। মাদ্রাসায় জরুরী ভিত্তিতে সরকারি-বেসরকারি বরাদ্দে ভৌত অবকাঠামোর জন্য বিল্ডিং প্রয়োজন’। মাদ্রাসার এ ধরনের সাফল্য সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী। 5,726,073 total views, 3,533 views today |
|
|
|