জানুয়ারি ৩০, ২০২৩
খলিষখালীতে রাতের আধারে ৩টি পানের বরজে আগুন
![]() খলিষখালী প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে ৩টি পানের বরজে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ পান চাষিদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে খলিষখালীর পাল পাড়ায়। সরেজমিন গেলে ক্ষতিগ্রস্থ পানচাষী তাপস পাল মনা একই এলাকার পুরুষ্কার পাল ও পলাশ পাল জানান রবিবার গভীর রাতে কে বা কারা আমাদের ৩ টি বরজে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ৩টি পানের বরজ একদম পড়ে গেছে। আমাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ওয়ার্কাস পাটির নেতা সুফল আইচ জানান এর আগেও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল। কয়েকবার পানচাষীরা চোর ধরে পুলিশে দেয় কিন্তু কদিন পর জেল থেকে বের হয়ে আবার একই কাজ করে। ক্ষতিগ্রস্থ পানের বরজের মালিকরা প্রশাসনের কাছে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করেন। 6,553,693 total views, 1,456 views today |
|
|
|