জানুয়ারি ৯, ২০২৩
কৈখালীতে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বোশখালী ও জয়াখালী গ্রামে লবণ পানি উত্তোলন করে ধান চাষ, বসত বাড়ির গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট করার প্রতিবাদে এবং লবণ-পানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বোশখালী প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মাদ আলী কাগুচীর বাড়ি সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. সোমশের আলী, সাংবাদিক মো. আকতার হোসেন, মো. আব্দুল কাদের, মো. আমিনুর রহমান, আঃ রহিম গাজী, ইউসুপ আলী শেখ, তাহজ্দ আলী, মো. সোহরাব হোসেন, আঃ গফ্ফার শেখ, আঃ খলিল শেখ, হোসেন আলী, আব্দুল হাই, আব্দুল মজিদ কাগুচী, মো. নূরুজ্জামান, আবুল কালাম, নূর হোসেন জীবন, আঃ আলিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাহেবখালী গ্রামের মৃত গোলাম গাজীর পুত্র আলমগীর, অছির উদ্দীন শেখের পুত্র মোজারুল ইসলাম, রাশিদুল ইসলাস খোকন, বোশখালী গ্রামের ময়নদ্দীন গাজীর পুত্র সিদ্দিক গাজী বোশখালী বিজিবি সড়কের মেইন সড়কের রাস্তা কেটে পাইব বসিয়ে লবণ পানি উত্তোলন করছে। যার ফলে শতাধিক বিঘা ধানের জমি নষ্ট হওয়াসহ বসত বাড়ির গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট হয়েছে। তারা লবণ পানি বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন পরিচালনা করেন সাংবাদিক মো. শাহিন আলম। 8,583,589 total views, 276 views today |
|
|
|