জানুয়ারি ১৫, ২০২৩
কালিগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বিজয় কলবর-১৯৭১ এর- উদ্বোধনী অনুষ্ঠানে জনস্রোত
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বিজয় কলবর-১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সর্বস্তরের মানুষ পরিষদ প্রাঙ্গনে হাজির হতে থাকে।
বিকেল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার বিজয় কলবর-১৯৭১ এর উদ্বোধন করেন। পরবর্তিতে পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 5,740,544 total views, 4,654 views today |
|
|
|