জানুয়ারি ৫, ২০২৩
কলারোয়া থানার ওসির তৃতীয় বার আইজিপি পদক গ্রহণ
![]() কলারোয়া প্রতিনিধি: ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করার পর থেকে কর্তব্যরত দায়িত্ব যথাযথভাবে পালন ও ভালো কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয় বারের মতো বাংলাদেশ পুলিশ প্রধানের নিকট থেকে আইজিপি পদক গ্রহণ করেছেন ওসি নাসির উদ্দীন মৃধা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ঢাকা রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ প্রধান চোধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক আইজিপি পদক প্রদান করেন ওসি নাসির উদ্দীন মৃধা। এর আগে ২০০৫ সালে ঝিনাইদহে সাব-ইন্সপেক্টর এসআই থাকাকালীন ও ২০১৮ সালে কুমিল্লার চান্দিনায় অফিসার ইনচার্জ ওসি হিসেবে তিনি পুলিশ প্রধানের নিকট থেকে আইজিপি পদক গ্রহণ করেন। নাসির উদ্দীন মৃধা বর্তমান সাতক্ষীরার কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বরিশাল পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামের হেমায়াত উদ্দিন মৃধার ছেলে। ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, আমার এ অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তাসহ সকলের নিকট আমি কৃতজ্ঞ। 5,686,445 total views, 1,364 views today |
|
|
|