জানুয়ারি ২৬, ২০২৩
ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট- কুষ্টিয়া জেলা খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন
![]() বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট’২০২৩ এ ফাইনাল খেলা কুষ্টিয়া জেলা বনাম নড়াইল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়া জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান করে। দলের রাতুল সর্বোচ্চ ৪২ রান করে। জবাবে নড়াইল জেলা ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান করে। ফলে কুষ্টিয়া জেলা ৬৭ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কুষ্টিয়া জেলার রাতুল। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম. আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ জেলা তথ্য অফিসার, কুষ্টিয়া ও নড়াইলের কোচ ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ। এছাড়া সাতক্ষীরা জেলা অ-১৪ ক্রিকেট দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রাকসুট বিতরণ করা হয়। (প্রেস রিলিজ)। 5,926,448 total views, 1,711 views today |
|
|
|