জানুয়ারি ২৬, ২০২৩
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে পুজার আয়োজন করা হয়। পূজা পরিচালনা করেন অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, অনুষ্ঠানের আহŸায়ক প্রভাষক মাখন লাল দফাদার, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যাদেবীর বাণী অর্চনা করা হয়েছে। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ পুজার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী প্রমুখ অনুষ্ঠানে যোগদান করেন। 5,926,751 total views, 160 views today |
|
|
|