Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সরকারি জমির মাটি কাটায় ভাটা মালিককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অবৈধ ভাবে সরকারি জমির মাটি কাটার অপরাধে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া এমআরএস ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার।

নওয়াপাড়া গ্রামের এমআরএস ভাটা মালিক বেতনা নদী থেকে মাটি কেটে ট্রলিতে ভরে ধুলিহর এলাকায় মালিকের নিজস্ব অন্য ভাটায় নিয়ে যাচ্ছিল। বিজ্ঞ বিচারক দীপা রানী সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় এএসআই জিয়াউর রহমান, এসি ল্যাÐ অফিসের মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version