Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাস্তবায়ন সহযোগি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে
এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করেন, টিম লীডার আব্দুল্লাহ মোহাম্মদ কোরায়শী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। স্ট্রেংডেনিং রিডিং হ্যাবিট অ্যাÐ রিডিং স্কিলস অ্যামাং সেকেÐারি স্টুডেন্টস স্কিম সেকেÐারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মশালায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ জন প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। মনিটরিং অফিসার মোঃ কামরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে অ্যাসিঃ ম্যানেজার মোঃ রাজেদুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version