জানুয়ারি ১৭, ২০২৩
অন্নপূর্ণা মন্দির পরিদর্শনে প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি অবস্থিত প্রতœতত্তে¡র নিদর্শন শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির পরিদর্শন করেছেন জাতীয় প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি এ মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম মইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সুমনা আইরিন। এছাড়া জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যাণার্জি, উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি স্বপন কুমার শীল, অ্যাড. তারক মিত্র, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সম্পাদক সঞ্জীব কুমার ব্যাণার্জ্য,ি সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাস, কোষাধ্যক্ষ আনন্দ কৃমার সরকার, কার্যনির্বাহী সদস্য মোহন্ত কুমার দাস, জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক পবিত্র সরকার, সদস্য স্বরূপ রায় প্রমুখ। জাতীয় প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে সকল মন্দির ঘুরে ঘুরে দেখেন এবং খুব দ্রæত শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দিরের সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন। 8,644,182 total views, 534 views today |
|
|
|