জানুয়ারি ১১, ২০২৩
অনূর্ধ্ব ১৪ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনূঃ ১৪ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল প্রশিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় জেলার ১২-১৪ বছর বয়সী ফুটবল খেলোয়াড় বাছাই শেষে ৩০জনকে নিয়ে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তী প্রশিক্ষণ রসুলপুর ফুটবল মাঠে হবে বলে জানানো হয়েছে। 5,741,386 total views, 735 views today |
|
|
|