আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : লেখাপড়া জানেন না করিমন বিবি। পারেন না নিজের নামটাও লিখতে। বয়সের ভারে নুইয়ে পড়া করিমন বিবি নিজের ও স্বামীর শেষ জীবনের জন্য গচ্ছিত রাখা কিছু অর্থ রাখতে চেয়েছিলেন ব্যাংকে।
সে অনুযায়ী রবিবার (১৮ ডিসেম্বর) সকালে গিয়েছিলেন শ্যামনগরের নওয়াবেকীতে রুপালী ব্যাংকে। কিন্ত স্বাক্ষরজ্ঞান না থাকায় বিধি বাম! অফিসার জানিয়েছেন টিপ সই দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। মনের ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদকের সাথে কথাগুলো বলছিলেন শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নের হাবিবুর রহমানের স্ত্রী বৃদ্ধা করিমন বিবি। এ ব্যাপারে নওয়াবেঁকী রূপালী ব্যাংকের ম্যানেজার হাকিউরজ্জামান নুরী জানান, টিপ স্বাক্ষর এর মাধ্যমে একাউন্ট খুললে নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। যার কারণে আপাতত টিপ স্বাক্ষরের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হচ্ছে না।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/