ডিসেম্বর ১৩, ২০২২
সাতক্ষীরায় ট্রাক চাপা পড়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: দ্রæতগামি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহম্মেদ (২৮)সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে। অপর নিহত সবুজ হোসেন (১৪) একই উপজেলার মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে ও লাবসা মাধ্যমিক বিদ্যারয়ের নবম শ্রেণীর ছাত্র।
উত্তর দেবনগর গ্রামের ভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাত ভাই ভাটা শ্রমিক ফয়সাল আহম্মেদ বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। তার ভ্যানের পিছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল একই ভাটার শ্রমিক সজীব হোসেন। দুপুর দুইটার দিকে ফয়সাল বাইপাস সড়কের দেবনগর মোড় পার হওয়ার সময় পলিটেকনিক মোড় থেকে বিনেরপোতাগামি একটি দ্রæতগামি খালি ট্রাক(সাতক্ষীরা -ট-১১-০৬৭২) তার ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে(১৪) চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। ফায়ার ব্রিগেড এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও আহত দুই ভ্যান শ্রমিককে উদ্ধার করে। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর গুরুতর জখম সজীবকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 8,768,930 total views, 653 views today |
|
|
|