ডিসেম্বর ১৮, ২০২২
সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালী, সন্মাননা ও চেক প্রদান
নিজস্ব প্রতিনিধি : “থাকব ভালো, রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালী, সন্মাননা ও চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকা থেক এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অডিনেটর অসীত ব্যানার্জী, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী প্রবাসী মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ। এসময় ৩জন শিক্ষার্থীর মাঝে ১৪ হাজার টাকা করে মোট ৪২হাজার টাকার চেক প্রদান করা হয় এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ৩ জন রেমিট্যান্স যোদ্ধাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন। 8,891,128 total views, 2,021 views today |
|
|
|