Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় আন্তজার্তিক মানবাধিকার দিবস উযাপিত

নিজস্ব প্রতিনিধি: ‘সমতা, ন্যয় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় আওয়াজ তুলুন’ এ ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে আন্তজার্তিক মানবাধিকার দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা খামারবাড়ির সম্মেলন কক্ষে স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. জালালউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যাপক আনিছুর রহিম, সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদ, সুশীলনের উপপরিচালক জিএম মনিরউজ্জামান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী পুলিশ পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক রঘুনাথ খাঁ, বরসার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, অ্যাড. মনিরউদ্দিন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাকিবুর রহমান বাবলু, মরিয়ম মান্নান প্রমুখ।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা গণমাধ্যমে প্রচার হচ্ছে না। সাধারণ মানুষ প্রশাসন, রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হওয়ার পর মুখ খুলতে পারছে না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে বাল্য বিবাহ বেড়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছে। সবশেষে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় ছয় দফা দাবির সুপারিশ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version