ডিসেম্বর ১৯, ২০২২
সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের স্মরণিকা “তথ্য কণিকা”র মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন’র ১০ম বছরে পদার্পণ উপলক্ষে স্মরণিকা “তথ্য কণিকা” ২০২২ এর মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা প্রেসক্লাবের ২য় তলায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সংবাদিক কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান, সাতক্ষীরা সদর থানা অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমিনুর রশিদ, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক জন্মভ‚মির সাতক্ষীরা প্রতিনিধি শহীদুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান, সহ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সংগঠনিক সম্পাদক রিজাউল করিম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, কার্য নির্বাহী সদস্য মীর মোস্তাক আলী, আব্দুর রহিম ও মাহফিজুল ইসলাম আককাজ, সদস্য আসাদুজ্জামান সরদার, ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, রাহাত রাজা, শহীদ্জ্জুামান শিমুল, মাসুদ আলী, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, গাজী ফরহাদ ও সোহরাব হোসেন। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক মেহেদী আলী সুজয় এবং এম বেলাল হোসাইন। অনুষ্ঠানে সংগঠনের ১০ম বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এর আগে স্মারণিকা “তথ্য কণিকা” মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। 8,889,486 total views, 379 views today |
|
|
|