ডিসেম্বর ১০, ২০২২
শ্যামনগরে বিশ্ব মানবাধিকার দিবস পালন
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়।’ দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার ঊদ্যোগে মানববন্ধন, আলোৃচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক খাজা নাজিমুদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, মাস্টার গোবিন্দ বৈদ্য, শাহজাহান আলী, ওমর ফারুক, জাকির হোসেন, আব্দুল মজিদ ও জুমাত আলী প্রমুখ। 8,584,273 total views, 959 views today |
|
|
|