Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বিজিবি দিবস পালিত

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নীলডুমুরে বিজিবি ১৭ ব্যাটলিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) নীলডুমুর ব্যাটলিয়ন (১৭ বিজিবি) কর্তৃক উক্ত কার্যালয়ে ফজর নামাজ বাদ ব্যাটলিয়ান মসজিদে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত করেন। এ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে গার্ড সালামের মধ্য দিয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান অধিনায়ক ১৭ বিজিবি, নীলডুমুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেল (এ এস পি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির ক্যাপ্টেন শাহ-রেজা আল-ফামি মেডিকেল অফিসার, সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, রিভাররা ইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা আজমল আবীর, নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির সকল কর্মকর্তা সদস্য, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল ৪ টায় নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসের সমাপ্তি হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version