Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৩৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়াতা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারি কমিশনের ভূমি মোঃ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প প্রস্তাবের কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।শ্যামনগর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ও উফশী জাতের ফসল আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version