Site icon suprovatsatkhira.com

শহীদ বুদ্ধিজীবি দিবসে দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

দেবহাটা প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের কর্মসূচির সাথে মিল রেখে উপজেলা চত্বরে অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার, অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এম মামুন, কার্য্যনির্বাহী সদস্য রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, আব্দুস সালাম, সজল রহমান, সাংগঠনিক সম্পাদক পদপ্রাার্থী কবির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version