নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা আদর্শ যুব সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম সাইদুল আনারস প্রতিকে ৫৩ ভোট পেয়ে জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আসমাতুল্লাহ হরিণ প্রতিকে পেয়েছেন ৩৬ ভোট । সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম ফারুক মোরগ প্রতীকে ৪৭ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ ইমদাদ ছাতা প্রতীকে পেয়েছেন ৪২ ভোট । নির্বাচিতরা ২০২৩- ২৪ সেশনে ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন ক্লাবের ৮৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে পৌর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মাজেদ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।