Site icon suprovatsatkhira.com

বৈশাখী টিভির ১৮ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন বৈশাখী টিভির ১৮ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

মঙ্গলবার শহরের কোয়াইশী ফুড পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ সাংবাদিক ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা সংবাদদাতা শামীম পারভেজের সঞ্চালনায় অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক খায়রুল বাসার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহŸায়ক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহŸায়ক আবুল কাসেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রতœা, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বণিক বার্তার গোলাম সরোয়ার, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, এখন টিভির আহসান রাজীব, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মহিদার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে দেশগঠনে ইতিবাচক ভূমিকা পালন করে দর্শক শ্রোতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version