ডিসেম্বর ১৯, ২০২২
বিজয় দিবস উপলক্ষ্যে কয়রায় নৌকা বাইচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের দুই তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। কয়রা উপজেলার সাত ইউনিয়ন চেয়ারম্যানদের আয়োজনে সোমবার বিকালে কপোতাক্ষ নদের চাউলখোলা গোবরা গ্রামের পার্শ্ব থেকে মদিনাবাদ পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগে থেকে প্রচার-প্রসার চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহরের থেকে অসংখ্য মানুষ ভিড় জমায় কপোতাক্ষ নদে। নদের পাড়ে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারে ঘুরে ঘুরে নৌকা বাইচ উপভোগ করেছেন হাজার হাজার মানুষ।এই নৌকা বাইচ প্রতিযোগিতার উপলক্ষে আশেপাশে অনেক গ্রাম অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের সংসদ আলহাজ্ব মো.আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, বীর মুক্তিযোদ্ধা জি এম কেরামত আলী, কয়রা সাত ইউনিয়নের চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান। প্রতিযোগিতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মহেশ্বরীপুর, কয়রার চারটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মহেশ্বরীপুরের সুন্দরবন টাইগার স্পোটিং ক্লাবের নৌকা, দ্বিতীয় টুঙ্গিপাড়ার মা শিতলা এবং তৃতীয় মহেশ্বরীপুরের নৌকা। প্রথম বিজয়ী নৌকাকে এক লক্ষ টাকা প্রাইজ মানি দ্বিতীয় বিজয়ী নৌকাকে ষাট হাজার সমপরিমাণ প্রাইজ মানি এবং তৃতীয় বিজয়ী নৌকার মালিককে ত্রিশ হাজার টাকার পুরষ্কার দেওয়া হয়। 8,571,139 total views, 9,844 views today |
|
|
|