Site icon suprovatsatkhira.com

বাঁশদাহ সীমান্তে আটককৃত আরাবিয়ান রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে আটককৃত একটি আরাবীয়ান রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নে বিজিবি’র খুলনা সেক্টর কমাÐার কর্ণেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বি’র কাছে এ ঘোড়া হস্তান্তর করেন। এ সময় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি’র খুলনা সেক্টর কমাÐার কর্ণেল মামুনুর রশীদ মাংবাদিকদের বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ নামকস্থান থেকে থ্রু ব্রেড জাতের আরিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। অন্যান্য সাধারণ ঘোড়ার মত তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খেয়ে থাকে। এ জাতের ঘোড়া ক্ষেত্র বিশেষ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। ঘোড় দৌড়ের জন্য এ জাতের ঘোড়া সারা বিশ্বে চাহিদা রয়েছে। দেশের সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার করা হবে। এ ঘোড়ার বাজারমূল্য দেড় তেকে তিন কোটি টাকা হয়ে থাকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version