নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরার তালতলাস্থ সোনারগাঁও কনভেনশন হলরুমে স¤প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা হাইকমিশন এর সহযোগিতায় এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
স¤প্রীতি এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি দেবেন্দ্রনাথ গাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস সিএফএলআই কোঅর্ডিনেটর সামিয়া করিম, এমিসি ডি ফ্রান্সিসকো এসোসিয়শন ইতালির ভাইস প্রেসিডেন্ট ক্যালিলিয়া পিজাললি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল ও ঋশিল্পি ইন্টারন্যাশনাল অনলুস এর নির্বাহী পরিচালক এনসো ফালকুনে। স¤প্রীতি এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রেহানা পারভীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাক প্রতিবন্ধী শিক্ষার্থী তাথৈ ঘোষ, দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বরসার সহকারী পরিচালক (প্রোগ্রাম) নাজমুল আলম মুন্না, জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, ঈদুজ্জামান ইদ্রিস, জাহিদ হোসাইন ও তুহিন হোসেন, কর পরিদর্শক সাতক্ষীরা সদর সার্কেল সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক শিক্ষক, বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।