ডিসেম্বর ২৬, ২০২২
পাইকগাছায় কৃষকদের মাঝে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কৃষকদের মাঝে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের মাঝে ১৪টি কৃষি যন্ত্রপাতি ভুর্তকি মূল্যে বিতরণ করা হয়। যার মধ্যে বেড প্লান্টার ৪টি, সিডর ৮টি, পাওয়ার থ্রেসার ১টি, রিপার ১টি। সিডর দিয়ে সরিষা, তিল, সূর্যমুখী, গম, ভূট্টা, মসুর জাতীয় ফসল সারিতে লাগানো যায়। পাওয়ার থ্রেসার দিয়ে ধান, গম, সরিষা ও ডাল জাতীয় ফসল মাড়াই করা যায়। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুÐ, ডল্টন রায়, সরাজ উদ্দীন, আবুল কালাম আজাদ, দেবদাশ রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, ইয়াছিন আলী খান, আফজাল হুসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, কৃষক দীজেন্দ্রনাথ মন্ডল, সাত্তার মোল্লা, আব্দুল খালেক, মন্টু, বাবুল গাজী ও রুহুল আমিন গাজী। 8,577,347 total views, 5,117 views today |
|
|
|