Site icon suprovatsatkhira.com

দেবহাটায় দরিদ্র পরিবারের মাঝে গৃহপালিত প্রাণি বিতরণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অতি দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে দেশী বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও সুশীলনের আয়োজনে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ নাজমুল হোসেন, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্ডি, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ টিপু সুলতান, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেনসহ উপকারভোগীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের ১৮জনকে দেশী বকনা গরুর বাছুর প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সর্বমোট ২৮০টি পরিবারকে একটি করে দেশী বকনা গরুর বাছুর প্রদান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version