Site icon suprovatsatkhira.com

দেবহাটায় জামায়াত নেতা মাসুম চৌধুরীসহ গ্রেপ্তার-৭

নিজস্ব প্রতিনিধি : নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি জামায়াত নেতা মাসুম খান চৌধুরী সহ নিয়মিত মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। মাসুম খান চৌধুরী (৫০) দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার মৃত হবি খান চৌধুরীর ছেলে।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন, দেবহাটা সদরের মৃত সুরত আলী গাজীর ছেলে মুনসুর গাজী (৫৫), একই গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে সিদ্দিকুর রহমান (৫৫), বসন্তপুরের মৃত ফজর আলীর ছেলে হাতেম আলী (৫৬), গরানবাড়িয়ার মজিবর গাজীর ছেলে অহিদুল (৩২), উত্তর কুলিয়ার মৃত আলী হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে চাকমা (৩২) এবং বসন্তপুর খালপাড়ের আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম (৪৫)। তাদের প্রত্যেককেই চলতি বছরের ৮ ডিসেম্বর দেবহাটা দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ নের্তৃত্বে এসআই শফিকুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version