Site icon suprovatsatkhira.com

দেবহাটার নওয়াপাড়া ইউপিতে গণজমায়েতের মাধ্যমে উপকারভোগী বাছাই

দেবহাটা ব্যুরো : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভালনারেবল উইমেন বেনিফেট (ভি,ডাবøু,বি) গণজমায়েতের মাধ্যমে প্রকৃত উপকারভোগী যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক নাসরিন জাহান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য যথাক্রমে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী ছোটো, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ গাজী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য ফরিদা পারভীন, খাদিজা খাতুন কনা, রাহিলা পারভীন লিলি প্রমুখ। উল্লেখ্য যে, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড থেকে মোট ১৩ জন নারী ভালনারেবল উইমেন বেনিফেট (ভি,ডাবøু,বি) কর্মসূচিতে আবেদন করেছেন। যার মধ্যে ৫৭০ টি পরিবার এই সেবার আওতায় আনা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version