ডিসেম্বর ২৪, ২০২২
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ এর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, ভেন্যু ম্যানেজার ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, কার্যনির্বাহী সদস্য শিমুন শামস্, লুৎফর রহমান সৈকত, মীর্জা মনিরুজ্জামান কাকন, স.ম সেলিম রেজা, শেখ হেদায়েতুল ইসলাম, আ.ম আখতারুজ্জামান মুকুল, বিসিবি সিলেক্টর নাজিম আজাদ মুন্না প্রমুখ। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় যশোর জেলা দল বনাম মেহেরপুর জেলা দল। খেলায় আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন সঞ্জীব ব্যানার্জি ও খন্দকার কবির হাসান দিপু, স্কোরিং এর দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু। 8,890,499 total views, 1,392 views today |
|
|
|