Site icon suprovatsatkhira.com

কৈখালীতে জেলের নৌকাসহ মালামাল আত্মসাতের অভিযোগ

সুন্দবরনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এক অসহায় জেলের নৌকা, কাছি, জাল, ব্যারেল, ড্রাম, গ্রাফিসহ মাছ ধরার সরমঞ্জাদী আত্মসাতের অভিযোগ উঠৈছে। এবিষয়ে অসহায় জেলে কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মোঃ আব্দুস শেখের পুত্র মোঃ সিরাজুল ইসলাম কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, একই গ্রামের মৃত মোজাহার গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম, মোঃ আফছার আলী গাজী, মোঃ কওছার আলী গাজী, মোঃ আবুল কাশেম গাজী, মোঃ কওছার গাজীর পুত্র মোঃ আইয়ুব আলী গাজী, মোঃ রফিকুলের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম প্রতিনিয়ত সিরাজুলের উপর অত্যাচার, জমি জবর দখল, মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা ভাবে ক্ষতি সাধন করার পাঁয়তারা করে আসছিল। সিরাজুল তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিগত ০৬ ডিসেম্বর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় ফৌঃকাঃবিঃ ১০৭/১১৭ (গ) মামলা দায়ের করেন।

সিরাজুল মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে বিগত ০৮ ডিসেম্বর সিরাজুলের অবর্তমানে তার নৌকা, কাছি, জাল, ব্যারেল, ড্রাম, গ্রাফিসহ মাছ ধরার সরমঞ্জাদী লুট করে নিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে সিরাজুল বিগত ০৯ ডিসেম্বর কৈখালী ইউনিয়ন চেয়ারম্যনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তির জন্য ০১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ এবং ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্যা মোছাঃ রাবেয়া খাতুুনের নিকট লিখিত ভাবে দায়িত্ব অর্পন করেন। ইউপি সদস্যদ্বয় বিষয়টি নিষ্পত্তির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য্য করলেও রফিকুলগং তা অমান্য করে উপস্থিত হয়নি। এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মুঠোফোনে বার বার ফোন দিলেও রিসিভ করেননি। ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম বলেন, রফিকুল দিং বর্তমানে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। বাড়ী হতে বাহির হলে আমাকে মান, অপমান, মারধর, আমার ফসলী জমি জবর দখলসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদর্শন করছে। তাছাড়া আমার নৌকাসহ মাছ ধরার সরমঞ্জাদী লুট করে নেওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতার জীবন যাপন করছেন। সিরাজুল আইনি প্রতিকার পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন। এ বিষয়ে অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের উপরে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version