Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে সরকারি গাছ কাঠার অভিযোগ এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: রাস্তার পাশে লাগানো প্রায় ২ লক্ষ টাকার ৮টি শিষ্টুফুল গাছ কোন প্রকার অনুমতি ছাড়াই কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় তহশীলদার জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার( ৬ ডিসেম্বর) বেলা ১০টার দিকে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

নেংগী গ্রামের আবুল হোসেন, মোখলেছুর রহমান, ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুলগাছা গ্রামের আব্দুল মান্নান এবং স্থানীয় এক ইউপি সদস্য দীর্ঘদিন যাবত স্কুলের সামনে রাস্তার পাশে লাগানো ৮টি শিষ্টুফুল গাছ বিক্রি করার পায়তারা চালাচ্ছিলো।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার গ্রামের ৫/৬ জন লোক নিয়ে রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলে।

ওই সময় নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা বিষয়টি স্থানীয় তহশীলদারকে জানায়।
খবর পেয়ে জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে।
এ ব্যাপারে ভুমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version