ডিসেম্বর ১৭, ২০২২
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫১তম মহান বিজয় দিবস। এই জাতীয় দিবসে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের। সকাল ৮ টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, জাতীয় পার্টি, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জয় বাংলা অ্যাওয়ার্ড প্রাপ্ত বিন্দু নারী উন্নয়ন সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরবর্তীতে বঙ্গবন্ধু ম্যুরালে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মার্চপাস্ট ও শরীর চর্চা প্রদর্শনী শেষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তবে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় সকাল ৮ টায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও বিজয় স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন না করেই পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলেও তিনি বিষয়টির গুরুত্ব না দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষ করেন। এ ঘটনায় উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 8,582,145 total views, 9,915 views today |
|
|
|