Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে অর্ধশত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অর্ধশত পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও সাতক্ষীরা ইয়ুথ সিনেট এ্যাকশান প্লাটফর্ম’র অর্থায়নে এ গাছের চারা বিতরণ করা হয়।

বিন্দুর প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে।

সৃষ্টিলোকের সেই আদিপ্রাণ বৃক্ষ পৃথিবীকে যুগ যুগ ধরে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে। মানুষের ক্ষুধায় জুগিয়েছে ফলমূল, আশ্রয়ে দিয়েছে ছায়ান্ত বিশ্বব্যাপী সুবিস্তৃত বনানী জুড়ে এই আদি প্রাণ বিকশিত হয়েছে। বায়ু থেকে প্রাণ হরণকারী বিষ আহরণ করে সে বায়ুকে নির্মল করেছে। সে জন্য গাছের বিকল্প নেই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version