নিজস্ব প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ¯েøাগানে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮) ডিসেম্বর বেলা ৩ টায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, বিট পুলিশিং কর্মকর্তা মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, আব্দুল কাদের, শিক্ষক ফজর আলী, আওয়ামী লীগ নেতা নরেন্দ্র মন্ডল, শওকাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদক, সন্ত্রাস, চোরাচালান, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেবল সমাজের শান্তি শৃংখলা বজায় রাখা সম্ভব।