কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৬৪ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় মাদ্রাসা মাঠে প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন প্রধান অতিথি সাতক্ষীরা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম।
মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দীন, ব্রজবাকসা রায়হান আল বাশার ফাউন্ডেশনের সভাপতি নাজমুজ সাকিব, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ইদ্রিস আলী, সহ সুপার মাওলানা আইয়ুব আলী, অবসর প্রাপ্ত শিক্ষক জোহর আলী, আব্দুল হামিদ, ইউপি সদস্য শাহাজুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মুজিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজার সংলগ্ন ইসলামপুর দারুলউলুম দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৪৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।