নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্প ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের মধ্যে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে উত্তম মন্ডলের সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
নেট বাংলাদেশ জার্মান সংস্থার অর্থায়নে বারসিকের বাস্তবায়নে ত্রৈমাসিক সভায় বারসিক আশাশুনি অফিসের এ্যাডভোকেসী এ্যাসিস্টান্ট শিউলী মন্ডল জলবায়ু পরিবর্তনে আমাদের উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকায় ইউনিয়ন দুর্যোগ কমিটি ও ১৫জন স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একযোগে কাজ করে এ সমস্যা থেকে কিভাবে উত্তোরন পাওয়া যায় সে বিষয়ে বিস্তর আলোচনা করেন।
এসময় ইউপি সদস্য রবিউল ইসলাম,হাসমত ঢালী,তহমিনা বেগম,স্বাস্থ্যকর্মী আইয়ুব আলী,ইমাম আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবক ঝর্না রানী দাস, বিকাশ চন্দ্র মন্ডল,রবীন্দ্রনাথ সরকার,কৃষক মোঃ শহিদুল ইসলাম,বজলুর রহমান,লিটন হোসেন,হযরত আলী,সাংস্কৃতিক কর্মী সুব্রত গোলদার,সাইফুল ইসলাম,পুরোহিত শান্ত চক্রবর্তী,মৎস্যজীবি প্রতিনিধি রিপন হোসেন,গ্রাম পুলিশ ফয়সাল গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ত্রৈমাসিক সভায় পরস্পর পরিচিত ও নানামুখী সমস্যার সমাধানে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।